ভালো নেই – নাসিম আহমেদ

সিনেমার হার্টথ্রব,শোবিজের নায়িকা
ভালো নেই গীতিকার,সুরকার,গায়িকা।
ভালো নেই এফডিসি,ফিল্ম- ইন্ডাস্ট্রি
করোনাকালে চুপ বড় বড় ট্রাস্টি!

এই দূর্দিনে মানুষের,ফিকে ভাবমূর্তি
পার্কে লোক নেই,নেই কোনো ফুর্তি।
ভালো নেই করোনায়,হবু- বর,পাত্রী
বাস ভাড়া বেশি তাই,ভালো নেই যাত্রী।

ভালো নেই মাসি- পিশী,ভালো নেই বৌদি
করোনায় চুপচাপ,দাদা বসে সৌদি।
ভালো নেই ডাক্তার, মাষ্টার – ছাত্র
ভালো নেই প্রবাসীরা,বেঁচে নামমাত্র।

ভালো নেই হরি কাকা,ভালো নেই হুজুরে
ভালো নেই আমাদের,খেটে খাওয়া মজুরে।
ভালো নেই হাঁড়খেঁকো,হাঁড়িচাটা কুকুরে
ভালো নেই মাছগুলো,মল ছিটানো পুকুরে।

‘কিল খেয়ে কিল চুরি’নেতাগুলো ভালো নেই
মেঘ-ঝড়- বৃষ্টিতে,তার আছে,আলো নেই।
ভালো নেই সর্দি,মাথা ব্যাথা,হেঁচকি
হুজুগে মানুষ ভাবে,করোনার কেস- কী!!