ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বারাদি বাজারে ছাত্রলীগের বিক্ষোভ

মেহেরপুর সদরের বারাদি বাজারে কুষ্টিয়া স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বারাদি বাজারে ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গতকাল রবিবার বিকাল ৪ টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের বারাদী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বারাদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন।

সাবেক ছাত্রলীগ নেতা বেলাল হোসেন মানিক, জেলা ছাত্রলীগের সদস্য শফিকুর রহমান লিটন, এছাড়া উপস্থিত ছিলেন জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন, শ্রমিক লীগের সভাপতি আলতাব হোসেন, ওসিমউদ্দিন আরো উপস্থিত ছিলেন ইয়ামিন, সাইদ, হাসান, জুয়েল, আরজ, সিজার তৌহিদুল রিদয়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।