ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের অডিটোরিয়ামে আগামী ৪ তারিখ থেকে শুরু হওয়া পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য বিভাগের এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় জানা যায় ঝিনাইদহে মোট ১,৮৮৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস হতে ১১ মাস বয়সের ২৫,৬৪৬ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক।

সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল অফিসার প্রসেনজিত বিশ্বাস পার্থ। এ সময় উপস্থিত ছিলেন-ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।