ভীষণ শীত

ভীষণ শীত

বিশ্বজুড়ে শীত নেমেছে
কাঁপছে সারা দেহ,
আছো কি ভাই গরীব দুখির
খবর নিবে কেহ ?
তোমার না হয় আছে হয়তো
শীতের জামা শত,
আছো আরো অট্টালিকায়
আনন্দেতে রত।
তোমার পাশে চেয়ে দেখো
একটু দিয়ে উঁকি,
এইনা শীতে কত কষ্ট
করছে গরীব দুখি!
বিলাস বহুল বাড়ি থাকলে
বলো কী লাভ হবে,
তোমার দ্বারা উপকৃত
না হলে কেউ ভবে?
যারা পারো সাধ্যমতো
বাড়াও দানের হাতটা,
একটু ভালো কাটে যেনো
ওদের শীতের রাতটা।