ভূমিহীনদের আশ্রয়ণের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করলেন ইএনও

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ -২ প্রকল্পের অধীন “ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি” এর আওতায় ভূমিহীনদের মাঝে ঘর করে দেবার জন্য খাস জমি পরিদর্শন এবং পুনরদ্ধার করা হয়।

শনিবার সকালে বারোবাজার ও মালিয়াট ইউপির খাস জমি পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সার্ভেয়ার, সংশ্লিষ্ট ইউপি সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর পূর্বে গত কয়েক দিন যাবৎ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপিতে বরাদ্দকৃত খাস জমি পরিদর্শন ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে উপজেলা প্রসাশন।