ঝড় বাদলের বোশেখ শেষে এলো মধু মাস জ্যৈষ্ঠ রোদ গরমে নতুন জামাই হয়েছে যায় অতিষ্ঠ।
খাবে আম জাম কাঁঠাল লিচু জামাই খাটে বসে মধুর মধুর ফলের রসে মুখ হবে টসটসে।
জ্যৈষ্ঠের গরমে পাখা হাতে নববধু দাঁড়িয়ে ঘনঘন নাড়া দিয়ে মাছিদের দিচ্ছে তাড়িয়ে।