মনি – হাবিবুর রহমান নিরব

নীল শাড়ির
নীলে তোমায় লাগছে অপরূপ,
নীলে নীলে নীলাভ তুমি
যেন ঐ নীল আকাশের খন্ড রূপ।
ওহে, নীল শাড়ির মেয়ে!
তোমার নীলে আমি পাগলপারা,
তোমার ঐ কাজল কালো চোখ
আমি যে হয়েছি দিশেহারা।

ওহে, নীল শাড়ির মেয়ে!
তুমি কি জানো?
তোমায় দেখে মনে হচ্ছে যেন তুমি
জয়নুল আবেদীনের রঙ তুলির আঁচড়ে আঁকা এক নীলপরী।
তোমায় দেখে লাগছে যেন নীল নদীর বুকে নীলে রাঙা তরি।

তোমার রূপে প্রকৃতি আজ নীলে নীলারণ্য।
তুমি যেন মন ক্যানভাসের নীল প্রজাপতি,
নীল শাড়িতে তুমি নীলে নীলে নীলাঞ্জনা
তোমার রূপে ঝলকানিতে পড়ছে ঝরে নীল জোছনা

ওহে, নীল শাড়ির মেয়ে!
তোমায় নীল শাড়ি আর কালো টিপে তুমি
নীলে নীলে নীলাঞ্জনা