মনের মতো হয় না কিছু – শাকিল আহমেদ সৌরভ

মনের মত হয় না কিছু
তুমি আমি ভাবি,
কত কিছুর বায়না করি
কত কিছুর দাবি।

বাবা-মাকে বলতে থাকি
দাওনা ওটা সেটা,
কেউবা বলি দাও না কাকু
দাও না ওহে জেঠা।

কেউ শুনে না বায়নাগুলো
হয় যে ভীষণ রাগী,
তখনি তো বায়না ছেড়ে
তুমি আমি ভাগি।

খোদার কাছে চাইলে কিছু
শুনে রাখো তবে,
সকল দিবে দয়ার সাগর
আরও খুশি হবে।

অনেকে তো অনেক কিছু
খোদার কাছে চেয়ে,
শুনছি আবার দেখছিও ভাই
গেছে সকল পেয়ে।