মন দিয়ে বই পড়ো খোকা মন দিয়ে বই পড়ো মানুষ হতে হলে তবে কলম হাতে ধরো।
শিক্ষা জাতির মেরুদন্ড রাখতে হবে মনে করতে হবে সখ্যতা সেই পড়ালেখার সনে।
রুটিন মাফিক পড়ালেখায় পাবে আলোর খোঁজ বাবা মায়ের দো’আ নিয়ে চললে তুমি রোজ।