মন দিয়ে ভালোবাসি- সোহেল রানা

মন দিয়ে ভালোবাসি সবুজের মাঠ
ধান ক্ষেত নদীনালা মেঠো পথঘাট
টুনটুনি দোয়েল ও কোকিলের সুর
সর্ষের ক্ষেত সাথে সোনালী দুপুর।

মন দিয়ে ভালোবাসি কৃষকের গান
আম জাম কাঁঠাল ও বরজের পান
খাল-বিল নদীনালা পুকুরের মাছ
সারি সারি সাজানো সুপারিরও গাছ।

মন দিয়ে ভালোবাসি খেঁজুরের রস
গ্রীষ্মের ফল যেটা করে টসটস
মন যেটা ভালোবাসে শহরে না পাই
তাই মন পড়ে থাকে গ্রাম বাংলায়।