মন মহুয়ার টানে – হাসিনা হারভীয়া

তুমি রয়েছো হৃদয় জুড়ে
নদীর মত অববাহিকায়,
কখনো হাসাতে পারো, কখনো কাঁদাতে।

গোধূলি লালচে ধূসর আভাস
দূর দিগন্তের বুক চিরে উড়ে
চোখের আড়াল হলেই কি
মনের আড়াল হওয়া যায়!

আসলে কি জানো শিকড়টা
গভীর থেকে আরো গভীরে
পৌছে গেছে মনের অজান্তে
নীল পাহাড় রাতের আলোয়
নীরবতা ছেয়ে দেয়..।

দমকা বাতাস অতীত ফেরায়
চোখে জল আসে
মন বলে যদি তুমি থাকো পাশে
উড়বো ঐ নীল আকাশে।