মরহুম সাফায়েত হোসেন এর স্বরণে- বন্ধুরা

অকালে না ফেরার দেশে চলে গেছেন হোমিও চিকিৎসক সাফায়েত হোসেন। তার মৃত্যুতে আগেব ঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার এক প্রিয় বন্ধু৷

ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলোঃ

“মৃত্যু” একটি নির্মম বাস্তবতা। যা কোন বয়স দেখে না, কোন প্রয়োজন বুঝে না, কোন মানবতা বুঝে না।

বুঝে না পিতার কাঁধে পুত্রের লাশ কতটা ভারী! জানতে চায় না বাবার অবর্তমানে ছোট সন্তানেরা কিভাবে লালিতপালিত হবে? মৃত্যুর ফেরেস্তা শুধুই প্রতিপালক কর্তৃক নির্ধারিত সময় বুঝে, যার মুহূর্তকাল আগ পিছ সে করে না।

বন্ধু ডাঃ সাফায়েত আজ আমাদের থেকে চির বিদায় নিয়েছে, বন্ধু বখতিয়ার লিখেছে আমাদের সিরিয়াল শুরু হলো।

বন্ধু ডাঃ খায়রুজ্জামান পিনু বলছিল সাফায়েত ৩/৪ বছর ধরে নিজেকে প্রস্তুত করেছে পরকালের জন্য, কিন্তু আমরা কতটা প্রস্তুত..!! মহান আল্লাহ বলেন “মৃত্যুযন্ত্রণা অবশ্যই আসবে। এটাই সেটা যা হতে তোমরা অব্যাহিত চেয়ে আসছ” (সূরা কাফ ১৯)।

বন্ধুরা, সাফায়েত আজ নির্জন অন্ধকার কবরে একা, আমরাও প্রস্তুতি নেই সেখানে যাওয়ার।

হে আল্লাহ! আপনি সাফায়েত কে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার কবরকে প্রশস্ত করে দিন।

আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার প্রদান করুন।

তাকে কবর ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, তাকে জান্নাতে প্রবেশ করান আমিন…!!

সংগ্রহীত