মসজিদে যেতে চাইলে যেসব শর্ত মানতে হবে

আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে। মসজিদে নামাজ আদায় করতে হলে যেসব শর্ত মানতে হবে-

শর্তগুলো হচ্ছে
*প্রতি ওয়াক্ত নামাজের পর পুরো মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে

*মসজিদে প্রবেশের পূর্বে স্যানিটাইজার বা হাত ধোঁয়ার সাবান রাখতে হবে

*অজু বাসা থেকে করে আসতে হবে

*সুন্নত নামাজ বাসায় আদায় করতে হবে

*নামাজের কাতারে দাঁড়ানোর সময় তিন ফুট দূরত্বে দাড়াতে হবে ও এক কাতার বাদ দিয়ে কাতার তৈরি করতে হবে।

*মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না

*মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না

*মসজিদে কার্পেট বিছানো যাবে না

*শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি জামায়াতে নামাজ আদায় করতে পারবে না

*অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবে না।