মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিতর্কের বিষয় ছিলো করোনাকালে নারী নেতৃত্বই গড়বে নতুন সমতার বিশ্ব। প্রতিযোগিতায় পক্ষ দলে অংশগ্রহণ করেন মহেশপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পারভীন আরা শশী ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডা. বানী শ্রী ভদ্র। বিপক্ষ দলে অংশগ্রহণ করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা সহকারী প্রোগ্রামার ওহিদুল ইসলাম ও পৌরল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন দৈনিক মেহেরপুর প্রতিদিন এর সাংবাদিক মো: সফিকুল ইসলাম জুয়েল
বিচারক এর দায়িত্ব পালন করেন মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু হেনা মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ অফিসার অমিত বাগচী এবং মহেশপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জুদ্দীন হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।