ঝিনাইদহের মহেশপুরে অধিক মূল্যমানের বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার আনুমানিক রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ছ-বগিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ ও ৬ নং সীটের উপরে ব্যাগ রাখার রেলিং হতে স্কুল ব্যাগের মধ্যে মালিক বিহীন অবস্থায় ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ।