ঝিনাইদহের মহেশপুরে মাশউক এর উদ্যোগে উপজেলা প্রকল্প এলাকায় বিনামুল্যে সনোফিল্টার বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১০ টায় সংস্থার মহেশপুর প্রকল্প কার্যালয় চত্বরে “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিষ্ট্র্রক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট” প্রকল্পের মহেশপুর উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
বিশেষ অতিথি শাহ আবুল আওয়াল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, মাশউক কুষ্টিয়া এবং মোঃ তৌহিদুল করিম, প্রজেক্ট ম্যানেজার, মাশউক, মহেশপুর প্রজেক্ট, ঝিনাইদহ। অনুষ্ঠান পরিচালনা করেন কুশল লাহিড়ী, হিসাবরক্ষক, মাশউক, মহেশপুর প্রজেক্ট, ঝিনাইদহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, বে-সরকারী উন্নয়ন সংস্থা মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) তার মূল এলাকায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের জন্য আর্সেনিক মুক্ত করন সনোফিল্টার বিনামুল্যে সরবরাহ করে অনেক বড় মহতি কাজ করছে।
তিনি আরও বলেন, আর্সেনিক একটি নিরব ঘাতক যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। এ থেকে বাঁচার জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করা প্রয়োজন। মাশউক এর কর্মীদের শেখানো পদ্ধতিতে ফিল্টারটি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করেন। বিশেষ অতিথী শাহ্ আবুল আওয়াল বলেন, মাশউক এর দেওয়া আর্সেনিক মুক্তকরণ সনো ফিল্টার পানিতে থাকা সব ধরনের ক্ষতিকারক এবং বিষাক্ত পদার্থগুলোকে বিশেষ করে আর্সেনিক ও ম্যাঙ্গানিজ কে সহনীয় মাত্রায় নিয়ে আসে যা ব্যবহার ও পান করার উপযোগী।
সর্বশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।