
মহেশপুর পৌরসভার উদ্যোগে গতকাল সোমবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে মহামারী করোনা ভাইরাসের কারনে জীবন জীবিকা থেকে পিছিয়ে পড়া ভ্যান চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁনের সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রুহুল আমিন মিন্টুসহ অন্যান্য কাউন্সিলরগন। মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, ১,২ ও ৩ নং ওয়ার্ডে ২শ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়। সর্বমোট ৭শ পরিবারকে সরকারি বরাদ্দ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।


