
অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশী ৬ নাগরিক বিজিবি’র হাতে আটক হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মো. লাবু মিয়ার মেহগনি বাগান থেকে হাবিলদার মো. জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ২ জন পুরুষ, ১ নারী এবং ৩ শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত পুরুষরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মো. ওসমান গণির ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং ঢাকা জেলার উত্তর খান থানার চানপাড়ার গোকুল মন্ডলের ছেলে পরিমলচন্দ্র মন্ডল (৫২)।