মাঠ পর্যায়ে কলসেন্টার-৩৩৩ এর প্রচারে প্রেস কনফারেন্স

মাঠ পর্যায়ে কলসেন্টার-৩৩৩ এর প্রচারে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সের সভাপতি জেলা প্রশাসক আতাউল গনি “ মাঠ পর্যায়ে কল সেন্টার-৩৩৩” এর সার্বিক দিক তুলে ধরেন। এসময় তিনি বলেন, ঘরে বসে জনগনের নিকট তথ্য সেবা ও সার্বিক সহযোগিত পাওয়া যাবে এই ৩৩৩ নাম্বারে কল করে। ২০১৮ সালে ১২ এপ্রিল মাঠ পর্যায়ে সেবা দিতে ৩৩৩ যাত্রা শুরু করেণ। কল সেন্টার ৩৩৩ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। ইতিমধ্যে এটি জনগনের নিকট ব্যাপক সাড়া ফেলেছে।

মেহেরপুরও এই কল সেন্টার থেকে সেবা নিয়েছে প্রায় ২২শ জন। বিভিন্ন অভিযোগ, বাল্য বিবাব, মাদক, দূর্নীতি, ভোক্তা অধিকার, খাদ্যে ভেজাল সহ অনেক অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করা যাবে।

এছাড়াও বিভিন্ন তথ্য সেবা যেমন, আবহাওয়া, সরকারি অফিসারের ফোন নাম্বার, জমিজমা সংক্রান্ত বিষয় ইত্যাদি সম্পর্কে তথ্য নেওয়া যাবে। মেহেরপুর জেলা প্রেস ক্লাব ও মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকগন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।