
মানিকগঞ্জের শিবালয়ে রহস্যঘেরা এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলবাস। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া লিংক রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনের মাঠে পার্কিং অবস্থায় থাকা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বহনের গাড়ী ছিলো এটি।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও স্কুল শেষে বাসটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করা ছিল। সন্ধ্যার পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করছেন, এটি একটি পরিকল্পিত নাশকতা, নির্বাচনের মাঠের প্রতিপক্ষ বিএনপি দলীয় প্রার্থীর জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে এধরনের নাশকতার সাথে জড়িত থাকার সম্ভবনা রয়েছে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন—এই আগুন কি নিছক দুর্ঘটনা, নাকি রাজনৈতিক প্রতিহিংসার আগুন?
এ ব্যাপারে আফরোজা খানম রিতা যুগান্তরকে জানান, বিএনপি কখনোই নাশকতাকে প্রশ্রয় দেয়না। প্রতিপক্ষ ভিন্ন কৌশল অবলম্বন করছে যা মোটেই কাম্য নয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। কে বা কারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
সূত্র: যুগান্তর।