মানুষই আনবে শান্তি – পারভীন আকতার

 

মুসলমান,হিন্দু,খ্রিষ্টান আর বৌদ্ধ
ধর্ম লেবাসে চলছে মানুষ শুদ্ধ অশুদ্ধ।
গাঁজায় যখন মুসলিম শিশু ঝরায় রক্ত,
কোথায় থাকে তখন বুজুর্গ আর ভক্ত?
খাওয়ার সময়তো হিসেব নিকেশ নাই,
মুখের কথার ব্যালেন্সও যেন শকুনে খায়।
সুবিধাবাদী ইসলাম চুষে ফায়দা লুটছে,
প্রতিবাদের ঝড়ে অন্যদেশ তেলে ফুটছে।
ইসরায়েলের চালে বের হয় না আমেরিকা,
তখন তালেবানী ইহুদি খুঁজে বিমানের পাখা!
রোহিঙ্গা মরে মায়ানমারে বৌদ্ধ ভিক্ষু খুশি,
বৌদ্ধ মন্দির ভাঙলে তখন মারে কপালে ঘুষি।
বাংলায় যখন খেতে পায় না অমানুষের দল,
বৈশ্বিক দুষ্ট রাজে করে দেশ বরবাদের ছল।
মুখে দেয় সম্প্রীতি আর অসাম্প্রদায়িক ভাষণ,
কাজেকর্মে স্বজাতি বহালে দেয় সর্বোচ্চ আসন।
বগলে খুঁতখুঁতি দিয়ে হাসতে নেইকো মানা,
তোমরা কি মনে করে সব মানুষই কানা?
মুসলমানের আযান শুনে কে দেয় উলুধ্বনি?
জেলের মাছ খায় না মুসলিম তাতো শুনিনি!
রাম রহিমের সিনেমা দেখে জীবন হলো শেষ,
এখন দেখি রোমিও জুলিয়েট ভাবে আছে বেশ!
হত্যার বদলে হত্যা,আগুনের বদলে আগুন,
মাল্টার বদলে টমেটো বাগান আনে যেন ফাগুন!

ওযু করে দেখে জি বাংলায় সিঁদুরের যত কথা,
গোপালভাঁড়ের কান্ড দেখে হেসে উঠে ব্যথা!
দাঙ্গা করে শরীফ লোকের ছায়া যত শিকারী,
কলের পুতুল মজা করে খাচ্ছে কচি নেহারী।
বিদ্বেষের তীর ধনুক অগ্রে ধর্মে বাঁধায় কারা?
তারা কোন ধর্মের নয়;উৎরে যাওয়া ভাঁড়া।
মানুষ পরিচয়ে মানুষই ঘটাবে সুমতি বিষ্ময়,
শান্তির বারতা বিশ্বে মানুষই আনবে নিশ্চয়।