মানুষকে ঘরমুখী করতে রাস্তায় নেমেছেন দর্শনা পৌর মেয়র

চুয়াডাঙ্গা জেলার দর্শনার বার বার জয়যুক্ত পৌর মেয়র মতিয়ার রহমান নিজে এবার রাস্তায় নেমেছেন বিশ্ব ব্যাপী মহামারী নোভেল করোনা ভাইরাসে মানুষকে সচেতনতার সাথে সাথে ঘরমুখী করতে।
রবিবার সন্ধার পর থেকে রাত পর্যন্ত  বিনা প্রয়োজনে ঘুরে বেড়ানো ও বাইরে আড্ডা দেওয়া মানুষকে ঘরমুখী করেছেন।
দর্শনার বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করে সকলে সচেতন করেন এবং তিনি সকলকে বলেন, বর্তমানে মহামারী এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাদের ঘরে থাকতে হবে, নিজেকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে, অন্য সকলকে সচেতন করতে হবে তাইলেই এই প্রাণঘাতী করোনা ভাইরাস রোধ করা সম্ভবতর হবে।
তিনি আরও বলেন, আপনারা আমাকে মেয়র বানিয়েছেন, তাই আমার দায়িত্ব আপনাদের ভালো, মন্দ দেখার।
আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, আর যদি মানুষই মরে যায়, তাহলে আমি কিসের মেয়র? তাই আপনারা সরকারের দেওয়া নির্দেশ গুলো মেনে সরকারকে সহযোগিতা করুন এবং এই প্রাণঘাতী ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখুন।