মানুষকে ঘরে ফেরাতে মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান

করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। এরপরও বেশ কিছু মানুষ লক ডাউন না মেনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়।

সেই সাথে গন পরিবহন গুলেকেও দেখা যাচ্ছে অবাধে বিচরণ করতে।

এই সব মানিষকে ঘরে ফেরাতে অভিযানে নেমেছে জেলা ট্রাফিক পুলিশ।

বুধবার দুপুর থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

সেই সাথে অপ্রয়োজনীয় ভাবে অবৈধ ট্রাকটর প্রধান সড়কে চলাচলের কারনে চালকের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন টিআই ওয়ান- ইসমাইল হোসেন, এসময় সহযোগীতা করেন টিআই টু- মুজতবা সহ জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্য।

মেপ্র/এমএফআর