মালদ্বীপের ক্লাব ঢাকায়

মালদ্বীপের ক্লাব ঢাকায়

এএফসি কাপের গ্রুপ পর্বের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশেন। দুই দিন আগেই এসেছে মাজিয়া। অনুশীলনও শুরু করেছে তারা। খেলা আগামীকাল। বসুন্ধরা কিংসের বিপক্ষে। কিংসের মাঠে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই দুই দলের প্রথম খেলায় মালদ্বীপে গিয়ে হেরে এসেছিল কিংস। ৩-১ গোলে। এবার প্রতিশোধ নিতে এসেছে মাজিয়া।

এএফসি কাপের অভিযান হার দিয়ে শুরু করেছিল বসুন্ধরা কিংস। পায়ে পায়ে বলের দখল রেখেও শেষ পর্যন্ত মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংসের হারের কথা এত সহজেই ভুলে যাওয়ার কথা না। পরবর্তী রাউন্ডে খেলতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটি কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ম্যাচের দুঃস্বপ্ন ভুলে এবার ভালো ফুটবল খেলার প্রত্যয় রবসন রবিনহো, বিশ্বনাথ ঘোষদের। প্রতিশোধের নেশায় নিশ্চয় এবার মাঠে নামবেন অস্কার ব্রুজনের দল। মাজিয়ার বিপক্ষে হারের সেই ম্যাচের পর অবশ্য বসুন্ধরা কিংস ঘরের মাঠে ওড়িশা এফসি ও মোহনবাগানের বিপক্ষে জয় পেয়েছিল।

জয়ের ধারা ধরে রাখার মিশনে আগামী সোমবার বসুন্ধরা কিংস মুখোমুখি হবে সেই মাজিয়ার। জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শেষে এবার আন্তর্জাতিক ক্লাবের সূচি শুরু হচ্ছে। ক্লাব ফুটবলে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে গত শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছে মালদ্বীপের মাজিয়া ক্লাব। গতকাল শনিবার বিকালে আর্মি-পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে সফরকারী দল অনুশীলন করেছে। এএফসি কাপে চার ম্যাচ শেষে সমান ৭ পয়েন্ট মোহনবাগান ও বসুন্ধরা কিংসের। কিংস মোহনবাগানকে হারানোয় হেড টু হেডে টেবিলের শীর্ষে রয়েছে। বসুন্ধরা কিংস ও মোহনবাগান উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় কিংস পরবর্তী রাউন্ডে খেলবে।

সূত্র: ইত্তেফাক