বিলের ধারে শাপলা ফোটে দেখতে লাগে বেশ আমার দেশের রূপের খেলা হয়না দেখা শেষ।
দোয়েল শ্যামা ময়না টিয়া পিউ পাপিয়া বুলবুল বনের ধারে উঠছে ফোটে শত শত রঙিণ ফুল।
এই দেশের কাঁদা জলে সোঁদা মাটির গন্ধ ভরা এই দেশেতে জনম আমর চোখ জুড়ানো মায়ায় ভরা।