প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ
মায়ের আদর – বিধান
বৃষ্টির দিনে ঘরে আমি
লিখতে বসি ছড়া,
ডাক দিল মা তখন আমায়
নাড়লো দরজার কড়া।
দরজা খুলে দেখলাম আমি
মায়ের মুখের হাসি,
বলছি মাগো তোমায় আমি
অনেক ভালোবাসি।
পাগল ছেলে বলে মা যে
বুকে টেনে নিলো,
মায়ের আদর পেয়ে আমার
দু:খ যে দূরে গেলো ।