প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ
মায়ের উপদেশ – মোঃ রাজিব হুমায়ুন
সবার সাথে নিয়মিত
সত্য কথা বলবে,
আপন-পরে মিলেমিশে
ভালো পথে চলবে।
জ্ঞানের আলো জ্বালতে মনে
পড়ালেখা করবে,
গুরুজনের আদেশ মতো
নিজের জীবন গড়বে।
বাবা মায়ের সকল কথা
মনের মাঝে রাখবে,
সব মানুষের পাশে সদা
বিপদ কালে থাকবে।