মিরপুরে কৃষকের কমলা-মালটা-পেঁয়ারা বাগান তছনছ!

কুষ্টিয়ার মিরপুরে এক কৃষকের দেড় বিঘা জমির কমলা-মালটা ও পেঁয়ারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (০৩ জুলাই) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখে ঐ কৃষক।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আশানগর এলাকার কৃষক জিয়াউর রহমানের জমিতে।

ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউর রহমান জানান, আমি ৭-৮ মাস আগে নিজের দেড় বিঘা জমিতে প্রায় এক হাজার গাছের চারা লাগিয়েছিলাম। এর মধ্যে কমলা লেবু, মালটা এবং পেঁয়ারা গাছের চারা রয়েছে। পেঁয়ারা গাছ গুলোতে ফুল এবং গুটিও এসেছে। আশা ছিলো এবছর শুধু পেঁয়ারাই পাবো প্রায় লাখ টাকার।

তিনি বলেন, সকালে জমিতে লেবার নিয়ে কাজ করতে গিয়ে দেখি বাগানের ১ হাজার গাছের মধ্যে প্রায় ৬শ গাছ কাটা পড়ে রয়েছে। এর মধ্যে প্রায় ৩-৪শ পেঁয়ারা গাছ, ১২০টি কমলা লেবু এবং ৫০ টি মালটা গাছ। এতে আমার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, ফল চাষ লাভজনক হওয়ায় আমার ছোট ভাই এর পরামর্শে আমি এসব ফলের বাগান করার পরিকল্পনা নিয়েছিলাম।

গতকাল আমি ১৫ হাজার টাকা বিঘাপ্রতি হিসাবে ২২ বিঘা জমি বর্গা নিয়েছি এসব ফলের বাগার করার জন্য। এজন্যই হয়তো কেউ শত্রুতা করে এমন ক্ষতি করে দিয়ে গেছে। তবে যেই এমনটি করুক আমি তার বিচার চাই।

এ ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষেত পরিদর্শন করেছেন।

এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শত্রুতা বসত এ ঘটনের ঘটনা ঘটিয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দোষীদের আইনের আওতায় আনা হবে।