মিরপুরে তিনটি ইটভাটায় অভিযান: ৬ লাখ টাকা জরিমানা

মিরপুরে তিনটি ইটভাটায় অভিযান: ৬ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে অনুমোদনহীন অবৈধভাবে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এসময় ইটভাটা মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর উপজেলা বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ এসব ইটভাটাগুলিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ।

এসময় তিনি বলেন, নিয়ম বহির্ভূত ইটভাটা পরিচালনা, জ্বালানি কাঠ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে পরিবেশ অধিদফতরের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে মিরপুর উপজেলার হাউসপুরে অবস্থিত আরএইচআরবি ব্রীকস, এমএএসবি ব্রীকস এবং এমএএস ব্রীকস নামের ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, এসব অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।