মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে গেজেট প্রকাশ

আন্ত:সীমান্ত যাত্রী চলাচল ও পণ্য আমদানি- রপ্তানির উদ্দেশ্যে মেহেরপুরের মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষনা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ২৭ মে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ ক্রমে সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে,এস.আর.ও নং-১৩৮-আইন/২০২১/১২৩/কাস্টমস। কাস্টমস এ্যাক্ট১৯৬৯ এর ৯ ধারার ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মাঝপাড়ার ৩০.৩০ একর জমির উপর স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষনা করা হয়েছে।

এদিকে, মুজিবনগরকে স্থল কাস্টমন স্টেশন হিসেবে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন মেহেরপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা।

মেহেরপুরে স্থল বন্দর বাস্তবায়নের লক্ষে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন ২০১৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। তার ফলশ্রুতিতে আজকের প্রাপ্তি মেহেরপুর বাসীর।