মুজিবনগরে অবৈধ ভাবে মাটি কাটায় দুজনের ৫০ হাজার টাকা জরিমানা

মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুরে ভৈরব নদীর পাড়ে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে দুইজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভৈরব নদীর পাড়ে এ আদালত বসানো হয়। বিশ্বনাথপুর গ্রামের ফয়জদ্দিন মন্ডলের ছেলে বাবলু ও একই গ্রামের আনারুলের ছেলে ঈমনের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।

তিনি জানান,বিশ্বনাথপুর গ্রামের কিছু লোক অবৈধভাবে ভৈরব নদীর পাশে থেকে মাটি উত্তলোন করে জায়গাটি গর্ত করে ফেলছে।
যে কারনে যে কোন সময় পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর সরকারী মাটি এভাবে অবৈধ ভাবে মাটি উত্তোলন করা অনেক বড় অপরাধ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর জানতে পারার পর সেখানে অভিযান চালানো হয়। পরে তাদের একসাথে হাতে নাতে ধরতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ ধারা ৪ ও ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।