"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ"এই প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
মুজিবনগর উপজেলা প্রশাসন এর আয়োজনে, এবং মুজিবনগর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম রেজা, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দরা স্কুলের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ড থেকে বাঁচার উপায় এবং দুর্যোগ ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা সবার শেষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে ছাত্রীদের হাতে-কলমে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কি করব সেই সম্পর্কিত মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প এবং অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।