
“একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, স্বযত্নে তোমায় রাখব আগলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মুজিবনগর উপজেলার বাগোয়ান ও মোনাখালী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
গতকাল মঙ্গলবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির (পিএসকেএস) বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাগোয়ান ইউনিয়নের প্রায় শতাধিক প্রবীণ নারী ও পুরুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে পাঁচজন প্রবীণ নারী ও পাঁচজন প্রবীণ পুরুষকে তাদের চলাফেরার সুবিধার্থে লাঠি প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পিএসকেএস এর উপনির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ হাসানুজ্জামান এবং সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ রহিম আকতার সাগর।