মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ পালন করা হয়েছে। গতকাল কেদারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় শান্তি সহায়ক গোষ্ঠী (পিএফজি) ও যুব শান্তি দূত গোষ্ঠী (ওয়াইপিএজি)-এর উদ্যোগে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের এফসিডিও’র অর্থায়নে এ দিবসটি উদযাপন করা হয়।
“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতা, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, পিএফজি সমন্বয়কারি মো: ওয়াজেদ আলি খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর মো: আবুল খায়ের বাসার, ঝরনা খাতুন, মুনশী মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: সাবদার আলি, সদস্য মো: আব্দুল লতিফ, মো: রেজাউল হক, মো: শফিকুল ইসলাম, রোকসানা খাতুন, হাফেজ মতিয়ার রহমান, প্রেসক্লাব সভাপতি মুনশী ওমর ফারুক, ওয়াইপিএজি সমন্বয়কারি মো: রিয়াজ শেখ, সহ-সমন্বয়কারি নাদিম আনজুম বিন রেজা এবং অন্যান্য পিএফজি ও ওয়াইপিএজির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দুর্নীতি ও সহিংসতা দূর করতে রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা আরও বলেন, শান্তি টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সহনশীলতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তরুণ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির চর্চায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।