মুজিবনগরে আয় বৃদ্ধিমূলক উপকরণ ও ছাত্র ছাত্রীদের মাঝে ফরম ফিলাপের টাকা বিতরণ

মুজিবনগরে গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর উদ্যোগে গুডনেইবারর্স এর সু- প্রতিবেশি মহিলা সমবায় সমিতি এর আওতায় এলাকার দুস্থ অসহায় মহিলাদের মাঝে আয় বৃদ্ধিমূলক উপকরণ ২৩টি (ছাগল)ও অসহায় ২০ জন জেএসসি পরিক্ষার্থীকে ৮শত এবং ১১ জন এস এস সি পরিক্ষার্থীকে ১৫০০শত টাকা করে ছাত্র ছাত্রীদের মাঝে ফরম ফিলাপের জন্য বিতরণ করা হয়েছে।
উপকরণ বিতরণ উপলক্ষে গুডনেইবারস্ বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস চত্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গুডনেইবারস্ এর আইজি অফিসার ঝর্না খাতুনের সঞ্চালনায় গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানাজার লিংকন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কাজী নজরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ,
সিডিপি সভাপতি ইউপি সদস্য শংকর বিশ্বাস,আনন্দবাস এম এম একাডেমি এর প্রধান শিক্ষক মাহবুবুল হাসান,মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক উপস্হিত ছিলেন প্রোগ্রাম অফিসার তসলিমা খাতুন সহ গুডনেইবাস্ মেহেরপুর সিডিপি এর এর কর্মকর্তা কর্মচারিবৃন্দ এবং উপকার ভোগী দুস্হ মহিলা ও ছাত্র ছাত্রীবৃন্দ।