মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী কুলসুম খাতুন।
বৃহস্প্রতিবার সন্ধায় মুজিবনগর উপজেলার মোনাখালী ফিল্ডপাড়ায় কুলসুম এর নিজ বাড়িতে বিয়ের জন্যে আয়োজনকালে সেখানে ভ্রাম্মমান আদালত বসিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ভ্রামম্মান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট উসমান গনী।
কুলসুম খাতুন মোনাখালী গ্রামের আমানুল ইসলামের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার জানান,বৃহস্প্রতিবার সন্ধায় কুলসুমের পিতা গোপনে তার নাবালিকা মেয়ের বিয়ের জন্যে আয়োজন করছে।
এমন খবর শোনার পর আমি সেখানে হাজির হই। পরে ঘটনা সঠিক হলে ভ্রাম্মমান আদালত বসিয়ে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বিয়ে বন্ধসহ মেয়ের বাবার কাছ থেকে বাল্য বিবাহ নিয়ন্ত্রন আইনে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এবং যাতে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া প্রযন্ত বিয়ে না দেয় সে জন্যে মেয়ের পিতাকে মুচলেকায় আবদ্ধ করা হয়।
ভ্রাম্মমান চলাকালীন সময়ে মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উপস্থিত ছিলেন।