মুজিবনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী কুলসুম খাতুন।

বৃহস্পতিবার সন্ধায় মুজিবনগর উপজেলার মোনাখালী ফিল্ডপাড়ায় কুলসুম এর নিজ বাড়িতে বিয়ের জন্যে আয়োজন কালে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি।

কুলসুম খাতুন মোনাখালী গ্রামের আমানুল ইসলামের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বৃহস্পতিবার সন্ধায় কুলসুমের পিতা গোপনে তার নাবালিকা মেয়ের বিয়ের জন্যে আয়োজন করছে।

এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। পরে ঘটনা সঠিক হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বিয়ে বন্ধসহ মেয়ের বাবার কাছ থেকে বাল্য বিবাহ নিয়ন্ত্রন আইনে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সাথে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয় সে জন্যে মেয়ের পিতার কাছ থেকে মুচলেকায় নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উপস্থিত ছিলেন।

মুজিবনগর অফিস