
মুজিবনগরে নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবাসহ মিলন কসায় নামক এক মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
আটক মিলন কসায় মুজিবনগরের কোমরপুর গ্রামের ফরজ আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার সময় কোমরপুর আইসি ক্যাম্পের টু আইসি এস আই মসিউর রহমান, মুজিবনগর থানার এস আই বিলাল হোসেন সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কোমরপুর বাজার মসজিদের পাশ থেকে তাকে একটি মোটরসাইকেলসহ আটক করে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ১৯ পিস ইয়াবা এবং ২ টি মোবাইল জব্দ করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে ১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে
২ টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


