
মেহেরপুরের মুজিবনগরে কলা বোঝায় পিকআপ (মিনি ট্রাক) উল্টে হুমায়ুন আহমেদ (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ইট ভাটার সামনে এই ঘটনা ঘটে।
নিহত হুমায়ন মহাজনপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলাবোঝাই একটি পিকআপ মুজিবনগরের মোনাখালী থেকে মহাজনপুরে শ্রমিকদের নামানোর উদ্দেশ্যে যায়। এসময় কোমরপুর গ্রামে মশিউর রহমানের ইটভাটা কাছে পৌছালে একটি ট্রাকটরকে সাইড দিতে গিয়ে পিকআপটি উল্টে যায়। পিকআপের উপর বসে থাকা ৫/৬ জন শ্রমিক পিকআপের নীচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করে। অন্য শ্রমিকদের মধ্যে মহাজনপুর গ্রামের সাজু (২৫), সজিবুল গুরুতর আহত হয়। বর্তমানে তারা মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি আছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

