মুজিবনগরে গলায় দড়ি দিয়ে কৃষকের 'আত্ন*হ*ত্যা'

মুজিবনগরে গলায় দড়ি দিয়ে কৃষকের ‘আত্ন*হ*ত্যা’

মেহেরপুরের মুজিবনগরে গলায় দড়ি দিয়ে গাব্রিয়েল মল্লিক (৪৫) নামের এক কৃষক আত্নহত্যা করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের একটি আম বাগান থেকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় গাব্রিয়েলকে উদ্বার করে। গাব্রিয়েল ঢোলমারী গ্রামের মৃত নারায়ন মল্লিকের ছেলে।

এ বিষয়ে নিহত গাব্রিয়েল এর স্ত্রী বলেন, আমার স্বামী শারিরিক ভাবে অসুস্থ ছিলেন, বিকেলের দিকে আমার স্বামীকে অস্থির দেখে আমি ও আমার শ্বাশুড়ি গীর্জায় যেতে বলি। গীর্জা থেকে ঘুরে আসলে শরীরটা ভালো লাগবে। তারপর সে বাড়ি থেকে বিকেলে বের হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও সে আর বাড়িতে আসে না। এক পর্যায় পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুজি করতে থাকে এমতাবস্থায় আমাদের নিজ আম বাগানে গলায় মাপলার জড়িয়ে আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় আমার ছেলে সাগর মল্লিক দেখে। তারপর তাকে উদ্বার করে আমরা হাসপাতালে নিয়ে আসি।

উদ্বারকৃতরা জানান, উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান গাব্রিয়েল মল্লিককে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল।

ঘটনার সত্যতা শিকার করে মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) উজ্বল দত্ত জানান, ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে সে আত্মহত্যা করেছে বিষয়ে কোন সন্দেয় না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।