মেহেরপুরের মুজিবনগরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি (গ্রাম ডাক্তার) মুজিবনগর শাখার কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার সময় কুদরত-ই-খোদা ক্লিনিক ও ল্যাবের আয়োজনে, উপজেলার গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম ডাক্তার শামিম শিশিরের সঞ্চালনায় এবং আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার সাফায়েত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আব্বাস উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার জালাল উদ্দীন,আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার আসমাউল হক বিল্টু, জনসেবা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডা. আব্দুস সামাদ, আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর শাখার উপদেষ্টা ও কুদরত-ই-খোদা ক্লিনিক ও ল্যাবের স্বত্বাধিকারী কামরুল হাসান চান্দু।
সভায় আলোচনায় উঠে আসে গ্রাম ডাক্তারদের সংগঠিত থেকে সাধারণ জনগণের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখা, তৃণমূল জনগোষ্ঠীকে সর্বোচ্চ সেবা প্রদান, গ্রাম, সমাজ, দেশ ও জাতির সেবায় এবং দেশ গঠনে ভূমিকা রাখা, কমিটিকে কার্যকর করা, প্রত্যেক গ্রাম ডাক্তারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং সরকারি আইন মেনে চিকিৎসা সেবা প্রদানসহ নানা বিষয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম, সহ-সভাপতি গ্রাম ডাক্তার আরোজ আলী, সহ-সভাপতি গ্রাম ডাক্তার সুরুজ খান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক গ্রাম ডাক্তার আশরাফুল ইসলামসহ আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর উপজেলা শাখার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।