মুজিবনগরে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনে চাষীদের পরামর্শ প্রদান

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মুজিবনগরে পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনের ৫ম দিনে উপজেলা গুরুত্বপূর্ন জায়গায় মৎস্য চাষীদোর পরামর্শ প্রদান ও মাটি-পানি মৎস্য চাষের উপযুক্ত কিনা এবং মাটি-পানিতে পর্যাপ্ত প্রকৃতিক খাবার আছে কিনা বিষয় গুলো পরিক্ষা করেছে উপজেলা মৎস্য অফস।

বুধবার বিকালে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মৎস্য চাষী শ্রী সার্থক হালদারের পুকুর পাড় থেকে পুকুরের পানির বিভিন্ন গুনগুন পরীক্ষা শুরু করে কোমরপুর বাজারে অন্যান্য পুকুর মালিকের সহ মোট ১৫ জন মৎস্যচাষীর পুকুরের পানির বিভিন্ন গুনগুন পরীক্ষা করা হয়।

পরবর্তী কর্মসূচির আলোকে কোমরপুর বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র জনসম্মুখে প্রদর্শন করা হয়।