মুজিবনগরে ধুমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ)সংক্রান্ত ত্রৈমাসিক সভা

বাংলাদেশে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালের সংশোধনী সহ) বাস্তবায়ন সংক্রান্ত মুজিবনগর উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মজিবুর রহমান, উপজেলা কৃ্ষি কর্মকর্তা আনিছুজ্জামান খাঁন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা আনসার ভিডিপি কমকর্তা মিরাজুল ইসলাম, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান (শের খাঁন), তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনের প্রতিনিধি সাংবাদিক সোহাগ মন্ডল।

অনু্ষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ:সংক্ষেপে গুরুত্বপূর্ণ ধারাসমূহ যেমন পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করলে কি পরিমান জরিমানা, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় করলে বিক্রয়কারী ও কোম্পানির কি পরিমান জরিমানা আদায় করা হবে। ধুমপানের নিষিদ্ধ এলাকা, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার এবং মানুষকে ধুমপান থেকে বিরত রাখতে বিভিন্ন প্রচার প্রচারনা ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা বিষয়ে আলোচনা করা।

অনু্ষ্ঠান টি সঞ্চালনা করেন স্যানিটারি ইনেসপেক্টর তরিকুল ইসলাম।