মুজিবনগরে পিঠা উৎসব

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের বড় অংশ দখল করে আছে পিঠা। শীত মানেই বাড়ি বাড়ি পিঠাপুলি তৈরী ও খাওয়ার ধুম পড়ে যায়।

সেই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে হয়ে গেল পিঠা উৎসব। প্রচলিত বিভিন্ন পিঠা প্রদর্শন ছাড়াও নতুন নতুন পিঠা তৈরী করে উৎসবে শরীক হয় ৪ টি ইউনিয়নের পল্লী মাতৃকেন্দ্র।

রবিবার দুপুর ৩টার দিকে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।

এ সময় মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবারের এডি শেখ ফারুক হোসেন, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজসেবা অফিন প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শ্রেণি ভিত্তিক পৃথক স্টলে পিঠার ডালি সাজায় পল্লী মাতৃকেন্দ্রের সদস্যরা। ভাপা, পাটিসাপটা, পাকান, দুধপুলি, দুধসর, সরু, কুলি ও চিতই পিঠাসহ বিভিন্ন ধরনের পিটা প্রদর্শন করে। আয়োজন নিয়ে উচ্ছসিত ছিলেন অংশগ্রহণকারীরা।

শীতের পিঠা উৎসব নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, উপজেলা সমাজসেবা অফিস এ ধনেরর সুন্দর একটি উৎসবের আয়োজন করায় আমরা সকলেই আনন্দিত। এ ধরনের আয়োজন প্রতি বছরই করা দরকার। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।