
মুজিবনগরে পুকুর থেকে নিয়াজ উদ্দিন মন্ডল (৭০)নামের এক বৃদ্ধ’র ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিয়াজ উদ্দীন মন্ডল মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত বৃষ্টি মন্ডলের ছেলে।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে শিবপুর গ্রামের জামে মসজিদের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর গ্রামের জনৈক নারী পুকুর পাড়ে ময়লা ফেলতে এসে নিয়াজ উদ্দিনকে পানিতে ভাসতে দেখে। পরে মুজিবনগর থানা পুলিশকে খবর দিলে মুজিবনগর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন,নিয়াজ উদ্দীনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
								
				

 
												