মেহেরপুরের মুজিবনগরে বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জেলার মুজিবনগর থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসাবে গত বুধবার রাত ১২ টার পর হতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০১ জন নিয়মিত মামলার আসামী ও ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক ০১ জন সর্বমোট ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মুজিবনগর উপজেলার মানিকনগর মাদ্রাসা পাড়ার মৃত শাহজাহান মাষ্টারের ছেলে জাফর সাদেক (৩৮) এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুধরাজপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে মোঃ পারভেজ কাজী ওরফে রাব্বি (২২)।
গ্রেফতারের পর আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।