মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মেহেরপুরের মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ উপজেলা আওয়ামী লীগ।

রবিবার সকালে দিবসটি উপলক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর ভিতর স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, মুজিবননগর থানা অফিসার ইনচার্য (ওসি) উজ্জল দত্ত, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন,মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু , মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা টুরিস্ট পুলিশ, উপজেলা ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রুতশোভা মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলীমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, সদস্য সচিব আইয়ুব হোসেন,উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডার সভাপতি হাসানুজ্জামান লালটু সহ উপজেলা আওয়ামী লীগ, ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল কলেজের পক্ষে পুষ্পস্তবক ও অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা সাড়ে দশটার সময় মুজিবনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।