মুজিবনগরে বেগম রোকেয়া দিবস পালিত

মুজিবনগরে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উক্ত র‍্যালীতে উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,জনস্বাস্থ প্রকৌশলী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ উক্ত র‍্যালীতে অংশ নেন।
র‍্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে পরিষদ মিলনয়াতনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে উপজেলা পরিষদেন সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ২০২০ সালের বিভিন্ন ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে ক্রেষ্ট প্রদান করা হয়।