
“ভালো প্রতিবেশী বিশ্বের জন্য ভালো পরিবর্তন”, “সুস্থ মন সুস্থ ভবিষ্যৎ”, “তুমি গুরুত্বপূর্ণ, তোমার মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ” এই স্লোগানকে সামনে রেখে মুজিবনগরে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র আয়োজনে উপজেলার ভবেরপাড়া সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুলের হলরুমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডুর নেতৃত্বে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ডা. মেহেদী হাসান সুইট।
গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র প্রোগ্রাম অফিসার এনটন ফোলিয়ার সঞ্চালনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মানসিক স্বাস্থ্য কী, মানসিক স্বাস্থ্য ভালো থাকলে আমরা কী কী করতে পারি, কিশোর-কিশোরীদের ঝুঁকির লক্ষণ, ‘নীরবতা কেবল কষ্ট বাড়ায় নীরবতা ভেঙে তুমি কী করতে পারো’, মন খারাপ থাকলে কী করা উচিত, এ সময় অভিভাবকের করণীয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কারা দায়িত্ব নেবে, সহপাঠীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরেন।
প্রচারণার বিভিন্ন পর্যায়ে কিশোর-কিশোরীদের নিয়ে গান, নৃত্য এবং নাটক পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মালতি মালো, আনন্দবাস মিয়া মনসুর একাডেমির প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুরের প্রধান শিক্ষক এস. এম. আব্দুস সালাম।


