মুজিবনগরে মার্চের বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্হিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান,উপজেলা প্রকৌশলী শাহিন আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহা: মজিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব,কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিকসহ মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিগন উপস্হিত ছিলেন।আলোচনা সভায় ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষকী ও মুজিববর্ষ বর্নাঢ়্য ভাবে পালনে করণীয় ও বিভিন্ন অনুষ্ঠান সূচি নিয়ে আলোচনা এবং ২৫ শে মার্চ গনহত্যা দিবস পালন ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা
দিবস পালনে বিভিন্ন অনুষ্ঠানের সূচি নিয়ে আলোচনা এবং অনুষ্ঠান পালনে কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়।